Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২৪

কলেজ পরিচিতি

নজিপুর সরকারি কলেজটি উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি জেলা হতে প্রায় ৩২ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। বেসরকারি ভাবে কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে ১লা জুলাই ১৯৮৫ সালে সরকারিকরণ হয়। এখানে উচ্চমাধ্যমিক, পূর্ণাঙ্গ ডিগ্রী পাস ও ৬ বিষয়ে অনার্স কোর্স চালু আছে। অত্র কলেজে উচ্চমাধ্যমিক মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং ডিগ্রী পাস(বিএ/বিএসএস/বিএসসি ও বিবিএস) কোর্স সহ বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন বিষয়ে অনার্স কোর্স চালু আছে। বিভিন্ন পর্যায়ে বর্তমানে কলেজটিতে প্রায় ০৬ হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন ক্লাসে উপস্থিতি সন্তোষজনক। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য গ্রুপের অন্তর্ভূক্ত মোট ০৬ টি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান অব্যহত রয়েছে। অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল অর্জন করছে।